বিশেষ প্রতিনিধিঃ ঢাকায় বাস চাপায় ২ শিক্ষার্থী মৃত্যুর প্রতিবাদ ও শিক্ষার্থীদের ৯ দফা দাবির আন্দোলনের ঢেউ জামালপুরেও এসে আছড়ে পড়েছে।
জামালপুর আশেক মাহামুদ কলেজসহ প্রায় অর্ধশতাধিক প্রতিষ্ঠান বন্ধ থাকলেও তারা স্কুল ড্রেস পড়ে রাস্তায় নেমে আসে। এ সময় আশিক মাহামুদ কলেজের শিক্ষার্থীরা ট্রাফিক পুলিশের ভুমিকা পালন করে অনেক গাড়ীর ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা করে।
সকাল ১১টায় বকুলতলা মোড়ে মানববন্ধন শেষে তারা সমাবেশ করে। পরে সমাবেশ শেষে মিছিল সহকারে পুরো জামালপুর শহর প্রদক্ষিণ করে।
মানববন্ধন চলাকালে বাস চালকদের শাস্তি ও নিরাপদ সড়কসহ ৯ দফা দাবি জানিয়ে বক্তব্য রাখেন আশেক মাহমুদ কলেজের প্রথম বর্ষের ছাত্র তৌকির আহমেদ, আনান গাজী, শ্রী জয়ন্ত রাম, তানভীর ফুয়াদ মাহি, জামালপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র তৌহিদুর রহমান তৌহিদ ও জিলা স্কুলের হাসান মোদাসির রকি প্রমুখ।
বিক্ষোভ মিছিলে জামালপুর জিলা স্কুল, হাই স্কুল ও আশেক মাহমুদ কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। অপরদিকে জামালপুর মেডিকেল কলেজের শিক্ষার্থীরাও কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচী পালন করেন।