বিশেষ প্রতিনিধিঃ বকশীগঞ্জ থেকে জামালপুর যাওয়ার পথে নন্দীবাজার এলাকায় সন্ত্রাসী হামলায় তোলন গুরুত্বর আহত হয়ে শেরপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
হামালায় তোলনের ডান হাত পুরোপুরি ও বাম হাতের জয়েন্ট খুলে গেছে। তোলন পৌর এলাকায় নামাপাড়া গ্রামের আব্দুর রশীদের ছেলে।
মঙ্গলবার বিকালে সাড়ে ৪টার দিকের জামালপুর-বকশীগঞ্জ সড়কের নন্দীবাজার এলাকায় এ সন্ত্রাসী হামালর ঘটনা ঘটে।
তোলন জানান, ব্যবসায়িক কাজে বিকালে জামালপুর যাওয়ার পথে নন্দীবাজার এলাকায় পুর্ব পরিকল্পিতভাবে একদল সন্ত্রাসী সিএনজি থেকে নামিয়ে এলোপাথারিভাবে লাঠি দিয়ে আঘাত করে। তবে কাছে থাকা কোন টাকা পায় নেয়নি।
তোলন বকশীগঞ্জ হাটবাজার ইজারাদারের ব্যবাসীয়ক অংশ ও ব্যক্তিগতভাবে ধান পাটের ব্যবসা করেন।