বিশেষ প্রতিনিধিঃ ১দিন বিরতি রেখে বৃহস্পতিবার থেকে আবার প্রচারনা শুরু করবে বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ। এর আগে টানা তিনদিন কামালপুর ইউনিয়নের প্রচারনা চলায় সরকারী দলটি।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুর মোহাম্মদের পক্ষে সরকারের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে কামালপুর ইউনিয়নের ঘরে ঘরে যায় দলটি।
উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, সহ সভাপতি ও জেলা পরিষদ সদস্য জয়নাল আবেদীন, সহ সভাপতি বাবুল তালুকদারসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে প্রায় প্রতিটি মানুষের কাছে আওয়ামীলীগ সরকারের উন্নয়ন বার্তা পৌছে দেয়। এ কাজে সার্বিক সহযোগিতা করে কামালপুর ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
এদিকে ১দিন বিরতির পর উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ বৃহস্পতিবার থেকে বগারচর ইউনিয়নর তাদের প্রচার কাজ শুরু করবে।
ইত্যিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে উপজেলা আওয়ামীলীগ। প্রচারকাজ শুরু উপলক্ষ্যে ইত্যিমধ্যেই উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে মঙ্গলবার প্রস্তুতি সভা কর।
ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি ডাঃ শাহাজাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম বিজয়। এছাড়া প্রস্তুতি সভায় উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি জয়নাল আবেদীন, বাবুল তালুকদার, নজরুল ইসলাম সাত্তারসহ উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় সিদ্ধান্তনুযায়ী বৃহস্পতিবার থেকে টানা তিনদিন বগারচর ইউনিয়নে প্রচারনা চালাবে বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ।