১৪ মে সোমবার দুপুর ১২ টায় বকশীগঞ্জ সদর ইউনিয়েনের নঈম মিয়ার বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসান সিদ্দিক।
এ সময় হোটেল ব্যবসায়ী সহ চার ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপ-পরিদর্শক আনোয়ার হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অফিস সপারিনটেনডেন্ট আশরাফ হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপদ খাদ্য পরিদর্শক মোস্তফা কামাল টিটন উপস্থিত ছিলেন।