ইসলামপুর প্রতিনিধি : ইসলামপুর উপজেলার চিনাডুলি ইউপি চেয়ারম্যান আব্দুস সালামকে রবিবার সন্ধায় বেধক পিটিয়ে সাড়ে তিন লাখ টাকা ছিনিয়ে নিয়েছে স্থানীয় সন্ত্রাসীরা।
ইসলামপুর থানা পুলিশ ও স্থানীয় সুত্রে জানাগেছে, ইসলামপুরের চিনাডুলি ইউনিয়নের গুঠাইল বাজারের সরকারী ভুমিতে রবিবার সন্ধায় অবৈধ স্থাপনা নির্মাণের চেষ্টা করছিল স্থানীয় সন্ত্রাসী আনোয়ার, সাহেব মিয়া, হারুনুর রশিদ হারুন, মোতালেব হোসেন, সোহেল ও রিপন । এসময় ঘটনাস্থলে গিয়ে বাজারের সরকারী ভুমিতে ওই অবৈধ স্থাপনা নির্মাণে বাঁধা দেন বাজার কমিটির সভাপতি ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম। এতে ক্ষিপ্ত হয়ে স্থানীয় চিহ্নিত ওই সন্ত্রাসীরা ইউপি চেয়ারম্যান আব্দুস সালামের উপর অতর্কিতে হামলা চালায়। হামলায় সন্ত্রাসীরা ইউপি চেয়ারম্যান আব্দুস সালামকে বেধরক পিটিয়ে আহত করে। এছাড়াও ওই সন্ত্রাসীরা চেয়ারম্যানের হাতে থাকা একটি ব্যাগে ভর্তি গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ সাড়ে তিন লাখ টাকা ছিনিয়ে নিয়ে চম্পট দেয়। এরই এক পর্যায়ে এলাকাবাসী আহত ইউপি চেয়ারম্যান আব্দুস সালামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করান। এ ঘটনায় ওই রাতেই ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম বাদী হয়ে ইসলামপুর থানায় একটি অভিযোগ দাখিল করেছেন।
ইসলামপুর থানার ওসি শাহীনুজ্জামান খান জানান, চিনাডুলি ইউনিয়নের আহত ইউপি চেয়ারম্যান আব্দুস সালামের দায়েরকৃত মামলার আসামী সাহেব মিয়াকে রাতেই আটক করা হয়েছে। এছাড়াও অপর আসামীদের গ্রেফতারের জন্য চেষ্টা চলছে।