ইসলামপুর প্রতিনিধিঃ ইসলামপুরে গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন জাতীয় সংসদের জামালপুর সংরক্ষিত আসনের এমপি মাহজাবিন খালেদ বেবী মোশাররফ।
বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে শনিবার (২৮এপ্রিল) সকাল থেকে ইসলামপুর পৌরসভা এলাকার বেপারীপাড়া গ্রামে গণসংযোগ করেন তিনি। পায়ে হেটে বাড়ি বাড়ি গিয়ে সাধারণ ভোটারদের সাথে মতবিনিময় করেন এমপি বেবী মোশাররফ।
গণসংযোগ শেষে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু কালাম ও আওয়ামী লীগে নেতা খোরশেদ এর বাড়িতে পৃথক পৃথক উঠান বৈঠক করেন তিনি।
এ সময় জামালপুর-২ ইসলামপুর আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট চেয়ে এমপি বেবী মোশাররফ বলেন, আমার চাচা প্রয়াত ভূমি প্রতিমন্ত্রী রাশেদ মোশাররফ যেমন আজীবন আপনাদের পাশে থেকে এলাকার উন্নয়ন করছেন। তেমনই আমিও আপনাদের পাশে থেকে উন্নয়নের কাজ করতে চাই।
এর আগে শুক্রবার সকালে উপজেলার দুর্গম যমুনার পশ্চিম চরাঞ্চল কুলকাািন্দ ইউনিয়নের বেড়কুশা, জিগাতুলা, বেপারী পাড়া গ্রামে গণসংযোগ করেছেন তিনি। এছাড়া বৃহস্পাতিবার বিকালে গণসংযোগ শেষে ইসলামপুর সদর ইউনিয়নের পঁচাবহলা বাজারে স্থানীয় ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেন। এ সময় এমপি বেবী মোশাররফ সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন তিনি। উপজেলাসহ স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীরা গণসংযোগে অংশ নেন।