স্টাফ করসপনডেন্ট, সরিষাবাড়ী.
জামালপুরের সরিষাবাড়ীতে মুক্তিযোদ্ধা জনতার সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ এপ্রিল) বিকেলে সরিষাবাড়ী রেলওয়ে ময়দানে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামালপুর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য আলহাজ ডাঃ মুরাদ হাসান। মুক্তিযোদ্ধা জনতার মঞ্চের সভাপতি মোঃ আব্দুল হাকিম বীর প্রতীক এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, জেলা মুক্তিযোদ্ধা কামান্ডের সভাপতি (ভারপ্রাপ্ত ) সুজাত আলী, জেলা মুক্তিযোদ্ধা ফোরাম কমান্ডের সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুর রশীদ, সরিষাবাড়ী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক সভাপতি মোফাজ্জল হোসেন, ডেপুটি কমান্ডার নুরুল ইসলাম, সাংগঠনিক কমান্ডার আব্দুল হামিদ, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মতিউর রহমান মতি, নুরুল ইসলাম নুরু, মোশারফ হোসেন, সাদেক হোসেন, আনোয়ার হোসেন, সরিষাবাড়ী মাহমুদা সালাম মহিলা কলেজের অধ্যাপক রওশন জামান, সাবেক প্রধান শিক্ষক বাহাদুর মিয়া প্রমুখ। জনসভা পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক। এ ছাড়াও সাবেক ইউপি চেয়ারম্যান আজমত আলী মাষ্টার, এ্যাডভোকেট বদরুদ্দোজা বাহাদুর, নূর এ আলম বাবু, উপজেলা যুবলীগের সভাপতি একেএম আশরাফুল ইসলাম, যুবলীগ নেতা সুরুজ্জামান সুরুজ, সুমন চাকলাদার, কেএম সোহেল রানা, পৌর কমিশনার কালাচান পাল প্রমুখ উপস্থিত ছিলেন। মুক্তিযোদ্ধা জনতার সমাবেশ থেকে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাবেক এমপি ডাঃ মুরাদ হাসানকে জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসন থেকে আবারও নৌকার কান্ডারী করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার নিকট জোর দাবী জানানো হয়। বিকেলে বিভিন্ন স্থান থেকে নৌকা সমর্থিত নেতাকর্মীরা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাবেক এমপি ডাঃ মুরাদকে এমপি মনোনয়নের দাবীতে মিছিল নিয়ে রেলওয়ে ময়দানে উপস্থিত হয়। এ সময় এলাকার মুক্তিযোদ্ধা, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।