জামালপুরে মুক্তিযোদ্ধা পোষ্যদের কোটা বহালের দাবী এবং মাদক, সন্ত্রাস, নৈরাজ্য কারীদের বিরেুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন করেছে জেলার মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা। জেলার সকল মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে শহরের দয়াময়ী মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।বীর মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান হিরুর সভাপতিত্বে মনববন্ধনে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার সুজাত আলী, জামালপুর সদর উপজেলার সাবেক কমান্ডার হায়দার আলী, মাদারগঞ্জ উপজেলার সাবেক কমান্ডার বুলবুল, আব্দুল মান্নান, সরিষাবাড়ী উপজেলার সাবেক কমান্ডার মাহমুদুল হোসেন, ইসলামপুর উপজেলার সাবেক কমান্ডার হারুনুর রশিদ, জেলা মুক্তিযোদ্ধা যুব কমান্ডের সভাপতি আ.ব.ম জাফর ইকবাল জাফু ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি শাহজাদা প্রমূখ।মানবন্ধনে বক্তারা বলেন, স্বাধীনতার ৪৭ বছর পরে আমাদের বৃদ্ধ বয়সে রাস্তার এসে আন্দোলন করতে হচ্ছে। এর চেয়ে আমাদের কাছে দুঃখের বিষয় আর কিছু হতে পারেনা। আমরা যখন বয়সের ভারে রোগাক্রান্ত, অনেকেই অসুস্থ্য হয়ে পড়েছি এমন সময় স্বাধীনতা বিরোধী শক্তি মাথাচারা দিয়ে উঠছে। রাজাকারের সন্তানদের তথা কথিত সরকারি চাকুরিতে কোটা বাতিল আন্দোলনের নামে আমাদেরকে হেয়পতিপন্ন করতে ব্যস্ত হয়ে পড়েছে। আমাদের অস্তিত্বে কষাঘাত করছে। আমরা তা মেনে নিতে পারিনা। আমরা এর তিব্র প্রতিবাদ ও ঘৃণা জানাই। আমরা বঙ্গবন্ধুর কণ্যা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে নিবেদন করতে চাই, স্বাধীনতা বিরোধীদের চক্রান্তে আমাদের অসম্মানিত এবং অস্তিত্বে আঘাত করবেন না। আমাদের দেয়া কোটাকে বাতিল করবেন না। বক্তারা আশা প্রকাশ করে বলেন, শেখ হাসিনা আমাদের সম্মান দিয়েছেন, তিনিই আমাদের সম্মান রক্ষা করবেন।পরে দয়াময়ী মোড় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে জামালপুর জেলা প্রশাসনের কার্যালয়ের সাম্মূখে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন মুক্তিযোদ্ধাবৃন্দ।