বিশেষ প্রতিনিধিঃ বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বাংলা সন ১৪২৫ বরণ করে নেওয়া হয়েছে। বর্ষবরণ অনুষ্ঠানের মধ্যে ছিল শোভাযাত্রা, বৈশাখী গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বকশীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে এসব কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা নির্বাহী অফিসারের উদ্যোগে পান্তভাতের আয়োজনের মধ্যে দিয়ে দিনের কর্মসুচী শুরু হয়।
পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে এক শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে শুরু হয়ে বকশীগঞ্জ পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে । শোভাযাত্রায় উপজেলা চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার আবু হাসান সিদ্দিক, উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা প্রকৌশলী নরুল আমিন ফুরকান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসলাম হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান তাহামিনা আক্তার পাখিসহ, উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন সামাজিক সংগঠন, শিক্ষক, শিক্ষার্থীরা অংশ নেন।
সকাল ৮টায় উপজেলা নির্বাহী অফিসারের বাংলোর পান্তভাত ও উপজেলা পরিষদ চত্তরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এছাড়া বকশীগঞ্জের সকল শিক্ষা প্রতিষ্ঠানে স্ব-স্ব ব্যবস্থাপনায় জাঁকজমকপূর্ণভাবে পহেলা বৈশাখ উদযাপন করে।