জামালপুরের বকশীগঞ্জে বজ্রপাতে আনোয়ারুল (২২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আতিক নামের অপর এক কৃষক।
রবিবার সকাল সাড়ে ১০টার দিকে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোর পুর্বপাড়া গ্রামে এ বজ্রপাতে পাতের ঘটনা ঘটে।
আনোয়ারুল বাট্টাজোড় পুর্বপাড়া গ্রামের ইছা আলীর ছেলে।
স্থানীয় বাট্টাজোড় ইউনিয়নের ইউপি সদস্য আব্দুর রহিম জানান, সকালে ধানের ক্ষেতে পানিতে দিতে গেলে বজ্রপাতের এ ঘটনা ঘটে। এতে আনোয়ারুলের মৃত্যু হয় । এছাড়াও একই ঘটনায় আতিক নামের এক কৃষক গুরুত্বর আহত হয়। তাকে প্রথমে বকশীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আবু হাসান সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।