বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্রীয় বিএনপি’র সদস্য শাহিদা আক্তার রিতার নেতৃত্বে বিএনপি’র নেতাকর্মীরা শুক্রবার বিকেলে বকসীগঞ্জ বাজারে লিফলেট বিতরণ করেছে ।
এর আগে নতুন বাজার,কামালপুর,রামরামপুর ,সারমারা বাজার এলাকায় এসব লিফলেট বিতরণ করা হয়।
লিফলেট বিতরনের সময় অন্যান্যের মধ্যে একে এম কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ওয়ালিউল্লাহ শিহাব,বাহাদুরাবাদ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শামছুদ্দোহা শামীম,সিনিয়র সহ-সভাপতি এনায়েত হোসেন বিদ্যুৎ,ছাত্রনেতা সজিব মিয়া,আসাদ,সুলাইমান, মামুন,শাওন মিয়া,শাকিল আহাম্মেদ,শফি আলম,বাহারাজ মিয়া,তানভির,শান্ত,রেদোয়ান,জুয়েল,জহুরুল হক ও রিপনসহ বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।