বিশেষ প্রতিনিধিঃ জামালপুর সদরে রেল লাইনের পাশ থেকে মিনা ২৬ নামে এক গৃহবধুর মৃতদেহ উদ্ধার করেছে জিআরপি পুলিশ।
মিনা, বদেচান্দি এলাকার রাশেদুল ইসলামের স্ত্রী ও ৬ সন্তানের জননী।
বৃহস্পতিবার দুপুর ২টার দিকে এ মৃতদেহ উদ্ধার করে।
জামালপুর রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কমকর্তা ওসি মোঃ নাসিরুল ইসলাম মজুমদার জানান, জামালপুর-ময়মনসিংহ রেলপথে শরিফপুর ইউনিয়নের বদেচান্দি এলাকায় এক নারীর মৃতদেহ দেখে পুলিশকে খবর দিলে, পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে।
পরে তাকে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।
শেষ খবর পাওয়া পর্যন্ত, এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
অপরদিকে পারিবারিক কলহের জের ধরে হালিমা বেগম নামে এক গৃহবধুকে হত্যা করেছে তার স্বামী।
বৃহস্পতিবার সকালে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার হাতিবান্দা ইউনিয়নের চখারচর গ্রামে এ ঘটনা ঘটে।
হালিমা, চখারচর গ্রামের আব্দুস সালামের স্ত্রী।
নিহতের ছেলে সুমন মিয়া জানান, গত সে বাড়িতে ছিল না, পাশের গ্রামে এক শিক্ষকের বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ী ফিরে মায়ের মৃতদেহ দেখতে পান।
পরে পুলিশে খবর দিলে মৃতদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। উদ্ধার করা হয় হত্যাকান্ডে ব্যবহৃত ছুরি।
দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কে.এম আমিনুল হক জানান, ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার পর থেকে স্বামী আব্দুল সালাম পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে ওসি আরও জানান।
এ বিষয়ে একটি হত্যা মামলার প্রক্রিয়াধীন রয়েছে।