ইসলামপুর প্রতিনিধি: ইসলামপুর জাতীয়পার্টি দলীয় কার্যালয়ে জাতীয় পার্টির ছাত্র সমাজের প্রতিষ্ঠা বার্ষিকী, চরগোয়ালীনী ইউনিয়নে জাতীয়পার্টি আহবায়ক কমিটি অনুমোদন ও যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব জিল্লুর রহমান বিপু, যুগ্ম আহবায়ক ফেরদৌসুর রহমান সরকার,আঃ ছালাম ঘুনু, এইচএম শাহআলী, আবু তাহের, শাহাবুদ্দিন,মমতাজ ফকির, সদস্য রোকনুজ্জামান সবুজ, পৌর যুগ্ম আহবায়ক খোরশেদ আলম, জুয়েল সরকার, জাতীয় সেচ্ছা সেবক পার্টির আহবায়ক ছাইদুর রহমান, যুগ্ম আহবায়ক ডাক্তার ফরিদ, ছাত্র সমাজের আহবায়ক আমান উল্লাহ আমান, যুগ্ম আহবায়ক রায়হান ইসলাম রকি। এসময় জাতীয় পার্টিতে চরগোয়ালীনিয়নের নিশান আলী মন্ডল,শাহজামাল, সাইফুদ্দিন আকন্দসহ ছাত্র সমাজের ইমরানসহ ১৫জন ছাত্র যোগদান করেন।
এসকান্দার মির্জাকে আহবায়ক ও আবু কালাম কাশেম,আবু কালাম আজাদে যুগ্ম আহবায়ক করে ৭১ সদস্য বিশিষ্ঠ চরগোয়ালীনি ইউনিয়নের জাতীয় পার্টির আহবায়ক কমিটি গঠন করা হয়।
এছাড়াও সন্ধ্যায় উপজেলা ছাত্র সমাজের ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা,আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়। উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্র সমাজের আহবায়ক আমান উল্লাহ আমান। প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানটি পরিচালনা করেন রায়হান ইসলাম রকি।