বিশেষ প্রতিনিধিঃ জামালপরের বকশীগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় দিবস ও মহান স্বাধীনতা দিবস ২৬ মার্চ সোমবার উদযাপিত হয়েছে। সকাল ৬টায় বকশীগঞ্জ কেন্দ্রিয় শহীদ মিনারের পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসুচী শুরু হয়।
পরে উপজেলা প্রশাসন মুক্তিযোদ্ধা স্মৃতিবিজরিত ঐতিহ্যবাহী ধানুয়া কামালপুর মাঠে কামালপুর স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার আবু হাসান সিদ্দিক ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন সেখানে পুস্পস্তবক অর্পণ করেন।দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বকশীগঞ্জ এনএম উচ্চ বিদ্যালয় মাঠে সালাম গ্রহণ, কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শন অনুষ্ঠিত হয়।
পরে বেলা ১১ টায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।
ইউএনও আবু হাসান সিদ্দিকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন উপজেলা ওসি মো. আসলাম হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়,বশির আহম্মেদ বীর প্রতীক, বীর মুক্তিযোদ্ধা গোলাম মাওলা , বীরমুক্তিযোদ্ধা সুহৃদ জাহাঙ্গীর। এতে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।