বিশেষ প্রতিনিধিঃ রাজাকার, আলবদর, শান্তি কমিটিসহ স্বাধীনতা বিরোধীদের নামের তালিকা দ্রুত প্রকাশ এবং তাদের শাস্তির দাবির মধ্য দিয়ে জামালপুরে নানা আয়োজনে পালিত হচ্ছে মহান স্বাধীনতা ও জতীয় দিবস।
আজ সোমবার ভোরে জেলা মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা হয়। পরে জামালপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করেন সংসদ সদস্য রেজাউল করিম হীরা, জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, জেলা আওয়ামী লীগ, জেলা বিএনপি, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ ‘৭১, জামালপুর প্রেসক্লাবসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।
সকালে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হয় সমবেতকণ্ঠে জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা উত্তোলন ও শিশু কিশোরদের কুচকাওয়াজ অনুষ্ঠান।