বিশেষ প্রতিনিধি ঃ মাত্র ১দিনের জন্য মেলার ডাক উঠেছে ৫ লক্ষ টাকা।
জামালপুরের বকশীগঞ্জ ঐতিহ্যবাহী সারমারা মেলার ডাক মুল্য এটি। স্থানীয় সুত্রে জানা যায়, গত ২১ মার্চ মেলার জন্য দরপত্র আহ্বান করে স্থানীয় বগারচর ইউনিয়ন পরিষদ।
এতে ৮জন জন খোলা ডাকে অংশ নেয়।
সারমারা গ্রামের জুপিটার সর্বোচ্চ ৫লক্ষ টাকা ডাক দিয়ে ঐতিহ্যবাহী মেলার ডাক কিনে নেয়। ২য় অবস্থানে থাকে সফিকুল ইসলাম তার ডাকের পরিমান ৪ লক্ষ ৪০ হাজার আর ৩য় অবস্থানে থাকেন দিপ্র তার ডাকের পরিমান ৪ লক্ষ ৫ হাজার টাকা।
২৫মার্চ অনুষ্ঠিত সারমারা নাসির উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মাত্র ১দিনের জন্য ৫লক্ষ টাকা দিয়ে মেলা ডাকাতে স্থানীয়দের মাঝে বেশ কৌতুহল দেখা দিয়েছে।