নিজস্ব প্রতিনিধিঃ ইসলামপুরে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।
স্থানীয়ভাবে জানা যায়, ইসলামপুর উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের কাছিমারচর গ্রামে কান্দাপাড়া ফকির আলীর সাথে একই এলাকার দুলু ফকিরের ছেলে ওসমান ও আঃ করিমের ছেলে রাজিব মিয়াদের সাথে পূর্ব শত্রুতা চলে আসছিল।
ফকির আলী জানান, গত ১৭ মার্চ দিবাগত রাত্রে ওসমান ও রাজিবের নেতৃত্বে লোকজন পূর্বশত্রুতার জের ধরে তাদের বাড়িতে পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ ঘটায়।
এ অগ্নিকান্ডের ঘটনায় ফকির আলী, কছর আলী, সুন্দর আলী, দুধু মিয়া, আঃ আলিম, রহিমা ও বুলবুলি এর বসতবাড়ী পুড়ে ভস্মিভূত হয়। অগ্নিকান্ডে দগ্ধ হয়ে আলিমের স্ত্রী বুলবুলি বক্শীগঞ্জ হাতপাতালে বর্তমানে মৃত্যৃর সাথে পাঞ্জা লড়ছে।
এ ঘটনায় ৭টি পরিবারের ঘর, আসবাবপত্র, নগদ টাকা, গবাধি পশুসহ প্রায় ২০লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এ ব্যাপারে ফকির আলী বাদী হয়ে ইসলামপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বলে তিনি সাংবাদিকদের জানান।