বিশেষ প্রতিনিধিঃ জাতির জনক বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে বিশেষ আলোচনা সভা ও ক্রিড়া অনুষ্ঠানের আয়োজন করে ঐতিহ্যবাহী জিনিয়া ওমর মডেল একাডেমী।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির সভাপতি সাইফুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন। এছাড়া বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বকশীগঞ্জ নব গঠিত পৌরসভার অগ্রগামী মেয়র নজরুল ইসলাম সওদাগর, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আফতাফ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন প্রমুখ।
পরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।