বিশেষ প্রতিনিধি ঃ জামালপুরঃ জামালপুরের মাদারগঞ্জ থানার পুলিশ উপজেলার গুনারীতলা ইউনিয়নের সরকারপাড়া গ্রামে এক চোরের বাড়িতে অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তল, ১১০ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র ও চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে।
বুধবার ভোর রাতে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়।
বুধবার দুপুরে মাদারগঞ্জের সহকারী পুলিশ সুপার সামিউল হক জানান, অভিযান পরিচালনার সময় বাড়ির মালিক জাহিদুল ইসলাম ওরফে আজিজুল চোরা কৌশলে পালিয়ে গেছে।
এ সময় পুলিশ তার স্ত্রী হোসনে আরা বেগমকে গ্রেপ্তার করেছে। এ ব্যাপারে মাদারগঞ্জ থানায় মামলা হয়েছে।