জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুর উপজেলায় অটিজম ও নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধিতা বিষয়ক দিনব্যাপী কর্মশালা ১২মার্চ দুপুরে অনুষ্ঠিত হয়। ন্যাশনাল একাডেমি ফর অটিজম এন্ড নিউরো ডভেলপমেন্টাল ডিজ এ্যাবিলিটিজ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এর আয়োজন করে। ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান ওরিয়েন্টেশন ওয়ার্কশপ উদ্বোধন করেন।
ইসলামপুর উচ্চ বিদ্যালয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফার এতে সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন-সদর ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী শাহীন,শহীদ মেজর জেনারেল খালেদ মোশারফ উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ আব্দুল খালেক আকন্দ,জাইকার ইসলামপুর উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলেটেটর মিজানুর রহমান। ওয়ার্কশপে বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান,সরকারী কর্মকর্তা, উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ,ইমাম ,অটিজম আক্রান্ত শিশুর অভিভাবক ও বিভিন্ন পত্রিকার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।