নিজস্ব প্রতিনিধিঃ জামালপুরের বকশীগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে এ সভা অনুস্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাবেক তথ্য মন্ত্রী আবুল কালাম আজাদ এমপি। এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার আবু হাসান সিদ্দিক, বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ ডাঃ নুর আলম, কেন্দ্রীয় বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি মন্ডলীর সদস্য আবু জাফর, উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য প্রকৌশলী নুরুল আমিন ফুরকান প্রমুখ।