নিজস্ব প্রতিনিধি ॥ হৃত দরিদ্রদের মাঝে সোলার বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ।
শনিবার সন্ধ্যায় জব্বারগঞ্জ বাজারে ৫৫ জন হৃত দরিদ্রদের মাঝে এসব সোলার বিতরণ করা হয়।
সোলার বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেরুরচর ইউনিয়নের আওয়ামী লীগের ১নং ওয়ার্ডের সভাপতি মোঃ শহিদুর রহমান। বিশেষ অতিথি হিসাবে এসময় উপস্থিত ছিলেন উপজেলার নির্বাহী অফিসার আবু হাসান সিদ্দিক, বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আসলাম হোসেন, উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ইঞ্জিয়ার নুরুল আমীন ফোরকান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি মন্ডলীর সদস্য মোঃ আবু জাফর, মেরুরচর ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি মোঃ হুমায়ুন কবির (সবুজ) মেরুরচর ইউনিয়নের যুবলীগের সভাপতি জনাব মোঃ জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আরিফুজ্জামান (বানু), বকশীগঞ্জ সদর ইউনিয়নে যুবলীগের সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ আমিনুল ইসলাম (বাহার) প্রমুখ।