বিশেষ প্রতিনিধিঃ এক কলেজ ছাত্রীর নগ্ন ছবি ইন্টারনেটে প্রকাশের পর এলাকা জুড়ে তোলপার সৃষ্টি হয়েছে।
বকশীগঞ্জের সব উঠতি বয়সের যুবকের হাতে হাতে এসব ছবি।
স্থানীয়ভাবে জানা যায়, বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের দত্তেরচর গ্রামের মন্ডল রবি দাশ মুচির ছেলে ও সাধন টেলিকমের মালিক সাধন, বাট্টাজোড় এলাকার এক কলেজ ছাত্রীর সাথে অবৈধ সম্পর্ক গড়ে তোলার এক পর্যায়ে এসব নগ্ন ছবি তোলে।
মুচি সম্প্রদায় হওয়ার কারনে সাধন মেয়ের বাবা ও মাকে এসব ছবি দিয়ে কৌশলে বিয়েতে রাজী করানোর উদ্দশ্য নিয়ে এসব ছবি তোলেছে বলেছে সে জানায়।
এদিকে এই ছবি প্রকাশের পর লজ্জায় এলাকা ছেড়েছে মেয়েটি।
মেয়ের সম্মানের কথা ভেবে থানায় অভিযোগও দিতে পারছে না কলেজ ছাত্রীর অবিভাকরা।
এদিকে এ ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে একটি চক্র।
বিস্তারিত আসছে…