ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: ইসলামপুর হেভেন চাইল্ড রেসিডেন্সিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ইসলামপুর বাইপাস সড়কের পাটনিপাড়া মোড়ে স্কুল ক্যাম্পাসে বার্ষিক ক্রীড়া ও প্রীতিভোজ অনুষ্ঠনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক ইনকিলাব প্রতিনিধি ফিরোজ খান লোহানী, বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক শহিদুল ইসলাম কাজল, সাংবাদিক রোকনুজ্জামান সবুজ ও সহিদুর রহমান। স্কুলের পরিচালক সাংবাদিক ওসমান হারুনীর সভাপতিত্বে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্কুলের সহকারী পরিচালক খাদিজা বেগম, সহকারী শিক্ষিকা রশিদা বেগম, নাছিমা আক্তার, নাসরিন,ছালমা, শেফালী ও শিক্ষক সাইদুর রহমান প্রমুখ।