বিশেষ প্রতিনিধিঃ সরকারী ও বেসরকারী পর্যায়ে বিভিন্ন মানববন্ধনসহ র্যালীতে পাটের তৈরী চটের দ্বারা নির্মিত ব্যানার ব্যবহারের সিদ্ধান্ত গ্রহনের মাধ্যমে জাতীয় পাট দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার উপজেলা কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত র্যালী শেষে এমন সিদ্ধান্তই সর্বসম্মতিক্রমে অনুমোদন করেন উপজেলা নির্বাহী অফিসার।
পরে উপজেলা নির্বাহী অফিসার আবু হাসান সিদ্দিক সাংবাদিকদের জানান, আমরা কৃষি পন্য বিশেষ করে পাটের সর্বত্তোম ব্যবহার নিশ্চিত করতেই জরুরী প্রয়োজন ব্যতিত পাটের তৈরী চটের ব্যানার ব্যবহার করব।
তিনি সরকারী প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারী প্রতিষ্ঠানে পাটের তৈরী ব্যানার ব্যবহারের অনুরোধ করেন। এ ক্ষেত্রে তিনি সাংবাদিকদেরও সহযোগিতা কামনা করেন।
এই পাটের তৈরী ব্যানার সর্বপ্রথম ব্যবহার করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস। এর উদ্যোক্তা হলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সানোয়ার হোসেন।
মঙ্গলবার পাট দিবসের আলোচনা সভায় পাটের তৈরী ব্যানারের প্রস্তাব উত্থাপন করলে সবাই তাকে ধন্যবাদ জানান।
এর আগে পাট দিবস উপলক্ষ্যে এক র্যালীরও আয়োজন করে উপজেলা প্রশাসন।
পরে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হামিদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আবু হাসান সিদ্দিক।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জামালপুর জেলা পরিষদের সদস্য জয়নাল আবেদীন,দায়িত্বে থাকা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এস আই মশিউর রহমান, বকশীগঞ্জ শিল্প ও বণিক সমিতির সাধারন সম্পাদক আব্দুল হামিদ, উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক ফাতিউল হাফিজ বাবু প্রমুখ। এছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।