ইসলামপুর প্রতিনিধিঃ জামালপুরের ইসলামপুরের নন্দনেরপাড়া দাখিল মাদ্রাসা মাঠে শুক্রবার দুপুরে মরিচের পোকামাকড় ও রোগবালাই দমন ব্যবস্থাপনা শীর্ষক দিনব্যাপী মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আলহাজ ফরিদুল হক খান দুলাল।
জামালপুর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র আয়োজিত মাঠ দিবসে সভাপতিত্ব করেন জামালপুর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ আব্দুল মালেক। এ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিআরজি সাব প্রজেক্ট এনএটিপি-২ এর পরিচালক ও আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ আব্দুল মান্নান, বৈজ্ঞানিক কর্মকর্তা আমরুল ইসলাম, ইসলামপুর উপজেলা কৃষি কর্মকর্তা মতিউর রহমান।
মাঠ দিবসে বিষমুক্ত মরিচ উৎপাদনের কলাকৌশল বিষয়ে এলাকার ১৫০ জন কৃষক ও কৃষানীকে হাতে কলমে প্রশিক্ষণ দেয়া হয়।
মাঠ দিবসে বৈজ্ঞানিক কর্মকর্তারা বলেন, জামালপুরে উৎপাদিত মরিচে অতিমাত্রায় সার ও কটিনাশক ব্যবহার করা হয়। যা স্বাস্থ্যর জন্য অত্যন্ত ক্ষতিকর। কৃষির উৎপাদন বৃদ্ধির সাথে সাথে বিষমুক্ত খাদ্য উৎপাদন করতে হবে। কীটনাশকের পরিবর্তে নতুন নতুন কৌশল ব্যবহার করতে হবে। পোকা দমনে কীটনাশকের ব্যবহার ছাড়াই নতুন কৌশল ফাঁদ ব্যবহার করলে একদিকে ফসলের উৎপাদন খরচ কম হবে অন্যদিকে বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনও বৃদ্ধি পাবে। বিষমুক্ত খাদ্য উৎপাদনে কৃষকসহ সংশ্লিষ্ট সকলকে আরো সচেতন হতে হবে।
সিআরজি সাব প্রজেক্ট এনএটিপি-২ এর আর্থিক সহায়তায় জামালপুর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র ইসলামপুরের যমুনা নদী তীরবর্তী সিংভাঙ্গা এলাকায় ১০০ বিঘা জমিতে মরিচের পোকামাকড় ও রোগবালাই দমন ব্যবস্থাপনার উপর প্রদর্শনী ব্লক স্থাপন করেছে।