বিশেষ প্রতিনিধিঃ জামালপুরের মাদারগঞ্জে ভিক্ষুক বেশে এক মাদকব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। কাদের মাদারগঞ্জ উপজেলার কাটমারচর এলাকার আস্কর আলীর ছেলে।
মঙ্গলবার রাতে তাকে আটক করে পুলিশ।
মাদারগঞ্জ থানার উপ-পরিদর্শক আব্দুল মজিদ জানান, কাদের দীর্ঘদিন যাবত ভিক্ষুক সেজে মাদক ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে কাদেরকে আটক করলে তার দেহ তল্লাশী করে ২০পিস ইয়াবা পাওয়া যায়। তার বিরুদ্ধে মাদক আইনে একটি মামলাও রয়েছে।
স্থানীয়রা জানায়, আব্দুল কাদের ভিক্ষুক সেজে দীর্ঘদিন যাবত এই মাদকের সাথে জড়িত। সে কয়রা বাজার এলাকার পশ্চিম পার্শ্বে একটি পরিত্যক্ত জায়গায় স্বামী ও স্ত্রী বাসবাস করে আসছিল। তারা উভয়েই দিনে ভিক্ষা করে আর রাতের বেলায় মাদক ব্যবসা করে।