জামালপুরঃ জামালপুরে মোবাইল ফোনে কথা বলতে বলতে ট্রেনে কাটা পড়ে আরিফুল ইসলাম হাসিব(২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় শহরের নতুন বাইপাস রেলক্রসিংয়ের কাছে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
হাসিব, জামালপুর পৌর এলাকার সিংহজানী হাইস্কুল রোডে মুসলিমাবাদ গ্রামের আওয়ামী লীগ নেতা আব্দুল গনির ছেলে।
স্থানীয় ও জিআরপি পুলিশের ওসি নাসিমুল হক মজুমদার জানান, হাসিব রেল লাইন ধরে মোবাইলে কথা বলতে বলতে যাচ্ছিল। এ সময় তারাকান্দি থেকে ছেড়ে আসা ঢাকাগামী অগ্নীবীনা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে নিহত হয় সে। ট্রেনের চাকায় পিষ্ট হয়ে হাসিবের দেহ থেকে মাথা আলাদা হয়ে যায়। জিআরপি পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।
নিহতের বাবা আব্দুল গনি জানায়, আমার ছেলে সিটি ইউনির্ভাসিটিতে বিবিএ পড়ছে। খুব মেধাবী ছাত্র ছিল। বন্ধুর বিয়েতে বাড়ীতে এসেছে। বিকালে বেড়ানোর কথা বলে বাড়ী থেকে বের হয়। এখন মৃত্যুর সংবাদ শুনছি বলে কান্নায় ভেঙ্গে পড়েন।
হাসিবের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।