বকশীগঞ্জ প্রতিনিধিঃ জামালপুরের বকশীগঞ্জে এসএসসি পরীক্ষার্থীকে নকল দিতে গিয়ে সুমন মিয়া (২৪ ) ও সাব্বির (২০) নামে নামে এক যুবককে আটক করা হয়েছে। অপরদিকে নকল করার দায়ে পাঁচজন দাখিল পরীক্ষার্থীসহ মোট ৬জনকে বহিস্কার করা হয়েছে।
শনিবার চলতি এসএসসি পরীক্ষা চলাকালীন সময়ে এ ঘটনা ঘটে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সানোয়ার হোসেন জানান, চন্দ্রাবাজ রশিদা বেগম স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে শনিবার এসএসসির গণিত পরীক্ষা চলাকালীন সময়ে সীমানা প্রাচীরের উপর দিয়ে নকল দিতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ে সুমন মিয়া (২৪) । পরে তাকে আটক দেখিয়ে বকশীগঞ্জ থানা হাজতে নেয়া হয়। আটককৃত সুমন মিয়া ধানুয়া কামালপুর ইউনিয়নের কামালপুর গ্রামের গোলাম মোহাম্মদের ছেলে। এছাড়া বকশীগঞ্জ উলফাতুন্নেছা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে নকল সরবরাহ করার অভিযোগে সাব্বির মিয়া নামে আরেকজনকে আটক করে পুলিশ।
এদিকে বাট্টাজোড় কে.আর.আই ফাজিল মাদরাসা কেন্দ্রে পরীক্ষায় অসাধুপায় অবলম্বনের দায়ে পাঁচ পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসান সিদ্দিক ও কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল বাশার রাজু ওই পাঁচ পরীক্ষার্থীকে বহিস্কার করেন। এছাড়া চন্দ্রবাজ রশিদা বেগম স্কুল এন্ড কলেজ কেন্দ্রেও ১জনকে বহিস্কার করা হয়।
বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসান সিদ্দিক জানান, আটককৃত সুমন মিয়ার বিরুদ্ধে নিয়মিত মামলা করা হবে।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন ২জন আটকের কথা স্বীকার জানান, পাবলিক পরীক্ষা নিয়ন্ত্রন আইন (অপরাধ) আইন ১৯৮০ এ ধারায় আটকৃত বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।