একটি কবিতার জন্য
মনিরুজ্জামান মনির
ইচ্ছে ছিলো আরও একটি কবিতা লিখবো
রাত জেগে বসে থাকা কারো অপেক্ষায়..
ও পাড়ে এক স্বপ্নো মানবী
কপাট খুলে দেবে সহসাই
তার সামনে নতজানু আমি
বলবে সে
এশুধুই বৃথা আস্ফালন,
এ গোলাপ তোমার জন্য নয়
আমিতো অপেক্ষায় বসে আছি
এক রাজকুমারের পথ চেয়ে…
জানি টগবগ টগবগ শব্দে ঝংকার তুলে
শাহী ঘোড়ায় চড়ে আসবে সেই রাজকুমার…
তার খুড়ের শব্দে তোমার হৃদয়ের অলিগলিতে
আছড়ে পরবে সমুদ্রের সাদা ঢেউ
তবু রাত জেগে আছি…
অপেক্ষায় অপেক্ষায় কেটে যাবে
অসংখ্য রজনী..
তোমার আপেক্ষো আমাকে
ঘুন পোকার মতো কুঁড়ে কুঁড়ে খাবে ,
তোমাকে চাওয়া সাধ তবু মিটবেনা,
মিটবেনা তোমার জন্য অপেক্ষা।
আমি রাতের কাছে চেয়ে নেবো
শুধু একটি অধিকার
তুমি কাপাট খুলে কোন রাজ কুমারের জন্য
থাকবে দাড়িয়ে…
আর আমি একটি নতুন কবিতার জন্য….
শুধু একটি নতুন কবিতার জন্য
রাত জেগে জেগে স্বপ্নচারী হবো…