জামালপুরঃ জামালপুরের মেলান্দহে সড়ক দুর্ঘটনায় সরোয়ার হোসেন (২৫)’র নামে এক মহেন্দ্র চালকের মৃত্যু হয়েছে।
শনিবার দুপুর ২টার দিকে মেলান্দহ উপজেলার ঝাউগড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সরোয়ারের বাড়ি মাদারগঞ্জ উপজেলার জটিয়ারপাড়া এলাকায়।
স্থানীয় সুত্রে জানাগেছে, শনিবার দুপুরে ঝাউগড়া বাজারের পাশে মেইন রোডে মাটিভর্তি একটি মাহিন্দ্র গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় গাড়ীর নিচে চাপা পড়ে চালক সরোয়ার হোসেন ঘটনাস্থলেই মারা যায়। মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজাহারুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।