বিশেষ প্রতিনিধিঃ জামালপুরে দেওয়ানগঞ্জের সানন্দবাড়ী টুপকার চর প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেনীর ছাত্র বলৎকারের শিকার হয়েছে বলে অভিযোগে উঠেছে।
গ্রামবাসীদের বরাত দিয়ে সানন্দবাড়ী পুলিশ ফাড়ী ইনর্চাজ এসআই শামীম জানান, বুধবার দুপুরে শিশুটি স্কুল ছুটি হলে নুরুলের ঘরের পাশ দিয়ে যাচ্ছিল। এমন ধর্ষক নুরুল ভাল বিস্কুটের প্রলোভন দেখিয়ে নিজ ঘরে নিয়ে মুখ চেপে বলৎকার করে।
এসময় শিশুটির পায়ুপথ ফেটে রক্তাক্ত হলে পালিয়ে যায় লম্পট নুরুল। শিশুটির কান্নায় গ্রামের লোকজন ছুটে এসে রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে দেওয়ানগঞ্জ সরকারী হাসপাতালে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত ডাক্তার জামালপুরে জেনারেল হাসপাতালে স্থানান্তর করে।ধর্ষক নুরুল (৪৫) টুপকারচর গ্রামের মৃত আব্বাসী আলীর ছেলে।
এদিকে ধর্ষক নুরুল কে ধরতে চেষ্টা অব্যহত রয়েছে বলেও এসআই শামীম জানান।এ ঘটনায় এলাকায় তোলপার সৃষ্টি হয়েছে।