স্টাফ করসপনডেন্ট:
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ৫টি গ্রামে পল্লী বিদ্যুতের নতুন সংযোগ উদ্বোধন করা হয়েছে। বুধবার বকশীগঞ্জ পৌর এলাকার উত্তর হাজীপাড়া গ্রামে ৪৮টি সংযোগ ও ধানুয়া কামালপুর ইউনিয়নের দক্ষিণ কামালপুর, গেদরা কামালপুর, উত্তর কামালপুর ও পশ্চিম কামালপুর গ্রামে ২৭৮টি নতুন সংযোগের উদ্বোধন করা হয়। এতে করে ৩২৬টি পরিবার বিদ্যুতের আলোয় আলোকিত হলো।
পরিকল্পনা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ এমপি প্রধান অতিথি হিসেবে বিদ্যুতায়নের শুভ উদ্বোধন করেন। ধানুয়া কামালপুর গ্রামে বিদ্যুতায়নের উদ্বোধনী অনুষ্ঠানে সাবেক চেয়ারম্যানের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউএনও আবু হাসান সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা প্রকৌশলী নুরুল আমিন ফোরকান, আওয়ামী লীগ নেতা সাকাওয়াতুল্লাহ সাকা, ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা কামাল, বকশীগঞ্জ পল্লী বিদ্যুত সমিতির ডিজিএম আখতারুজ্জামান, উপজেলা যুবলীগের আহবায়ক নেপাল চন্দ্র সাহা, মুক্তিযোদ্ধা মজিবর রহমান, পল্লী বিদ্যুত সমিতির পরিচালক মেসবাহ উল হক তুহিন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ধানুয়া কামালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল খায়ের আজাদ।
এ সময় স্থানীয় গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রশাসনের কর্মকর্তা ও আওয়ামী লীগ, যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।