জামালপুরঃ জামালপুর প্রেসক্লাব কমপ্লেক্সের নির্মান কাজের উদ্ভোধন হয়েছে। শহরের সিএন্ডবি রোডে শনিবার রাত ৮টায় নির্মান কাজের ফলক উন্মোচন করেন পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী, জামালপুর পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট বাকি বিল্লাহ, সাবেক এমপি ডাঃ মুরাদ হাসান, জামালপুর প্রেসক্লাবে সভাপতি আজিজুর রহমান ডল এবং সাধারন সম্পাদক দুলাল হোসাইনসহ রাজনৈতিক নেতাকর্মী প্রেসক্লাবের কর্মকর্তা ও সদস্য, সহযোগী সদস্যরা উপস্থিত ছিলেন। ফলক উন্মোচন শেষে মোনাজাত করা হয়। পরে প্রতিমন্ত্রী মির্জা আজম প্রেসক্লাব কমপ্লেক্সের জায়গা ঘুরে দেখেন। প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান ডল জানায়, ১৬ শতাংশ জায়গার উপর ৮তলা প্রেসক্লাব কমপ্লেক্স নির্মিত হচ্ছে। প্রেসক্লাবের অফিস, মিলনায়তন ছাড়াও কমপ্লেক্সে থাকছে শপিংমল, কেন্টিন, কমিউনিটি সেন্টার, রেস্ট হাউজসহ নানা প্রতিষ্ঠান।