শোভাযাত্রাটির উদ্বোধন করেন সাবেক ভূমিমন্ত্রী অালহাজ্ব রেজাউল করিম হীরা এমপি।
এ শোভাযাত্রাটি শহরের বকুলতলা থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জাহেদা সফির মহিলা কলেজ গেট প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।
পরে সেখানে জেলা ছাত্রলীগের সভাপতি নিহাদুল অালম নিহাদের সভাপতিত্বে অালোচনা অনুষ্ঠিত হয় ।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা অাওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট অালহাজ্ব মুহাম্মদ বাকী বিল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
জেলা অাওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক অাহাম্মেদ চৌধুরী,
জেলা অাওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অাবম জাফর ইকবাল জাফু, ছানোয়ার হোসেন ছানু, যুব বিষয়ক সম্পাদক নাইম রহমান, দপ্তর সম্পাদক অাছাদুজ্জামান অাকন্দ বাবু, সদস্য নারায়ন চন্দ্র পাল রানা, জেলা শ্রমিকলীগের সভাপতি মশিউর রহমান বাবু, সাধারণ সম্পাদক অাব্দুল অাওয়াল চিশর্তী।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাকসুদ বিন জালাল প্লাবনের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা রাজু, সাধারণ সম্পাদক ফারহান অাহম্মেদ, শহর ছাত্রলীগের সভাপতি নূর হোসেন অাবাহনী, সাধারণ সম্পাদক জালাল অাহম্মেদ হৃদয় প্রমুখ