বিশেষ প্রতিনিধিঃ বকশীগঞ্জ পৌর নির্বাচনে ব্যালট যাবে নির্বাচনের দিন সকালে।স্থানীয় প্রার্থীদের দাবীর মুখে এ সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় নির্বাচন অফিস।
বুধবার দুপুরে জেলা নির্বাচন কর্মকর্তা মঞ্জুর আলম সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি জানান, সুষ্ঠুভাবে নির্বাচনের কথা চিন্তা করেই এ সিদ্ধান্ত নিয়ে নির্বাচন কমিশন। বকশীগঞ্জ পৌর নির্বাচন কোনভাবে প্রশ্ন বিদ্দ করা হবে না। তিনি আরও জানান, সুষ্ঠুভাবে নির্বাচন করতে প্রশাসন সম্ভব সবকিছুই করবে। এ নিয়ে কারও দায়িত্ব অবহেলা বা অনিয়ম সহ্য করা হবে না ।
প্রসঙ্গত, গত ২৪ তারিখ নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দিনে সাথে মতবিনিময় কালে ্প্রার্থীদের দাবির প্রেক্ষিত এ সিদ্ধান্ত নেয়া হয়।
এদিকে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে স্থানীয় প্রশাসন।