[huge_it_slider id=”1″]জামালপুর সংবাদদাতা ॥ জামালপুরের মেলান্দহের আবাবিল ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক পরিক্ষার ফলাফল প্রকাশ উপলক্ষে ২৪ ডিসেম্বর দুপুরে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। মালঞ্চ এম.এ. গফুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এতে সভাপতিত্ব করেন। অভিভাবক সমাবেশে বক্তব্য রাখেন-পরিচালক ফজলুল করিম, রিয়াজুল ইসলাম, মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি-ইত্তেফাক সংবাদদাতা শাহ্ জামাল, শিক্ষক রোকশানারা পারভিন, ই¯্রাফিল, অভিভাবক পুলিশ পরিদর্শক আ: হাকিম, সমাজসেবা অধিদপ্তরের আজমত আলী প্রমুখ।#