বিশেষ প্রতিনিধিঃ বকশীগঞ্জ উপজেলায় ভিটামিন এ প্লাস কেম্পেইনে লক্ষমাত্রার শতকরা ৯৯.৫১ লক্ষ অর্জণ করতে সমর্থ হয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুরুল আলম সাপ্তাহিক বকশীগঞ্জকে জানান, ১৭২ কেন্দ্রে এবারের লক্ষ্যমাত্র ছিল ৬মাস থেকে ১১ মাস পর্যন্ত শিশু ৩ হাজার ৫০৫ জন ও ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশু ২৫ হাজার ৭৪৬ জন।
৫ থেকে ১১ মাস প্রতিবন্দি শিশু ২৭ ও ১২ থেকে ৫৯ মাস পর্যন্ত শিশু ৮৩ জন।
সর্বমোট ২৯ হাজার ৩৬১জন শিশুকে ভিটামান এ প্লাস টেবলেট খাওয়ানোর লক্ষ্যমাত্র নিয়ে ১৭২টি কেন্দ্রে সকাল ৮ থেকে বিকাল ৪ পর্যন্ত কার্যক্রম চলে।
কেন্দ্রে কেন্দ্রে স্বপ্রনোদিতভাবে শিশুদের অভিভাবকসহ উপস্থিত হয়ে তাদের শিশুদের এ ট্যাবলেট খাওয়ান।
প্রসঙ্গত, ভিটামিন এ শুধুমাত্র অপুষ্টিজণিত অন্ধত্ব থেকে শিশুদের রক্ষা করে তাই নয় ভিটামিন এ শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। ডাইরিয়ার ব্যাপ্তিকাল ও জটিলতা কমায় এবং শিশু মৃত্যুর ঝুকি কমায়।