জামালপুরের মেলান্দহে এক মুক্তিযোদ্ধাকে ওই এলাকার কিছু ভুয়া মুক্তিযোদ্ধা মারধর করেছে বলে অভিযোগ উঠেছে। আজ শনিবার ১৬ ডিসেম্বর দুপুর ১২টায় উপজেলার মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে এ ঘটনা ঘটে।
মারধোরের শিকার মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম অভিযোগ করে বলেন, ‘এটি দেখে ভুয়া মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, আবুল হোসেন ও নাজিম উদ্দিনসহ ৪/৫ জন ভুয়া মুক্তিযোদ্ধা ক্ষিপ্ত হয়ে তেড়ে এসে উল্টো আমাকে বলে- তুই ভুয়া মুক্তিযোদ্ধা। এখানে ক্যান বলে তারা আমাকে কিল-ঘুষিসহ বেধড়ক মারতে শুরু করে।’মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম বলেন, পরে আমার ডাক-চিৎকার শুনে আশপাশের মানুষ এসে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। চিকিৎসা শেষে আইনগত ব্যবস্থা নেবেন বলেও জানান তিনি।
মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম অভিযোগ করে বলেন, ‘মেলান্দহ উপজেলায় প্রকৃত মুক্তিযোদ্ধারা সংখ্যালঘু আর ভুয়া মুক্তিযোদ্ধারা সংখ্যাগরিষ্ঠ। আমি রনাঙ্গণে সম্মুখযুদ্ধে অংশ নিয়েছি।’মেলান্দহ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের দায়িত্বপ্রাপ্ত কমান্ডার তামিম আল ইয়ামিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মুক্তিযোদ্ধা সংসদে অনাঙ্ক্ষিত ঘটনার খবর শুনেছি। খোঁজ-খবর নিয়ে বিস্তারি জানাতে পারব।
জানা গেছে, এতে তাঁর শরীরের বিভিন্নস্থানে জখমসহ ডান হাতের আঙ্গুল ফেটে যায়। হামলাকারিরা তাঁকে প্রকাশ্যে হত্যার হুমকি দিয়ে চলে যায় খবর পেয়ে মেলান্দহ হানাদারমুক্তকারী আ: করিম মেম্বার, সাবেক কমান্ডার আলহাজ এসএম আ: মান্নান, আনোয়ার মাস্টারসহ অন্যান্য মুক্তিযোদ্ধারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
মুক্তিযোদ্ধা সংসদের চলতি দায়িত্বরত কমান্ডার-ইউএনও তামীম আল ইয়ামিন জানান, সংসদে হট্টগোলের কথা শুনেছি। এ বিষয়ে খোঁজখবর নিচ্ছি। সাবেক কমান্ডার আলহাজ এসএম আ. মান্নানও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিকেল চারটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।