বিশেষ প্রতিনিধিঃ প্রতিবছরের ন্যায় ১৬ ডিসেম্বরে বিভিন্ন বিদ্যালয়ে অংশগ্রহনকারী প্রতিযোগীতাদের পুরুস্কার বিতরনের জন্য উপহার সামগ্রী বিতরণ করেন মোখলেছুর রহমান জুয়েল তালুকদার।
শুক্রবার বাট্টাজোড় ইউনিয়নের আওয়ামীলীগের দলীয়ে কার্যালয়ে এসব উপহার সামগ্রী বিতরন করেন। অত্র ইউনিয়েনর ৩ মাধ্যমিক বিদ্যালয়সহ মোট ১৬টি বিদ্যালয়ের প্রধানরা এসব উপহার সামগ্রী গ্রহন করা হয়। ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কাদের মাস্টারের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাট্টাজোড় নগর মাহামুদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহিজল হক। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ডাঃ আব্দুল মুন্নাফ।
প্রসঙ্গত, বাট্টাজোড় ইউনিয়নের আওয়ামীলীগের মনোনিত চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন মোখলেছুর রহমান জুয়েল তালুকদার। বকশীগঞ্জ উপজেলার ৭টি ইউনিয়নের মধ্যে ৫টি সম্পন্ন হলেও সীমান্ত জটিলতার কারণে দীর্ঘদিন যাবত অত্র বাট্টাজোড় ইউনিয়নের নির্বাচন ঝুলে রয়েছে।