জাতির জনক বঙ্গবন্ধু ও তার পরিবারের বিরুদ্ধে কটূক্তি এবং দেশে অস্থিতিশীল অবস্থার তৈরির ক্ষেত্র সৃষ্টি, দেশকে বিপদগ্রস্ত করে রাষ্ট্র ও রাষ্ট্রের সার্বভৌমত্ব বিপন্ন করার পাঁয়তারার অভিযোগে জামালপুরের একটি আদালতে আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদকের মাহমুদুর রহমানের বিরুদ্ধে ২ হাজার কোাট টাকার মানহানি ও রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছে।
জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. বাকী বিল্লাহ বাদি হয়ে মঙ্গলবার দুপুরে জামালপুর সদর আমলি আদালতে মামলাটি করেন।
আদালতের বিচারক ওয়াহিদুজ্জামান অভিযোগটি আমলে নিয়ে এফআইআরের জন্য জামালপুর সদর থানার ওসিকে নির্দেশ দেন।