বিশেষ প্রতিনিধি
জামালপুরঃ ভূমি সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ¦ রেজাউর করিম হীরা এমপি বলেছেন, স্বাধীনতা বিরোধী একটি চক্র জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর আওয়ামীলীগকে ধ্বংস করতে চেয়েছিল। কিন্তু জনগণ আওয়ামীলীগের সাথে থাকায় পাকিস্তান প্রীতি ওই চক্রটি তাদের উদ্দেশ্য বাস্তবায়ন করতে পারেনি। তিনি শনিবার বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর ‘ইন্টারন্যাশনাল মেমোরি অব দ্যা ওয়ার্ল্ড রেজিস্টার’ এ অন্তভুক্তির মাধ্যমে বিশ^ প্রামাণ্য ঐতিহ্যের স্বীকৃতি পাওয়ায় জামালপুর জেলা প্রশাসন আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সকাল ১০টায় জামালপুর উচ্চ বিদ্যালয় থেকে বণার্ঢ্য এক শোভাযাত্রাটি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে বৈশাখী মেলার মাঠে গিয়ে শেষ হয়। র্যালীর পূর্বে জামালপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে শোভাযাত্রা উপলক্ষ্যে বক্তব্য রাখেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি।
পরে মুক্ত মঞ্চে এক আলোচানা সভা অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক খন্দকার আব্দুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাড. বাকী বিল্লাহ, জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহম্মেদ চৌধুরী, পুলিশ সুপার মোঃ দেলোয়ার হোসেন, জামালপুর পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুর আলম মণিসহ আওয়ামীলীগের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা ও মুক্তিযোদ্ধারা বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে একটি মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।