স্টাফ রিপোর্টার ঃ আসন্ন পৌর নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ণ পেয়েছেন উপজেলা আওয়ামীলীগের সভানেত্রী শাহিনা বেগম। ২৪ নভেম্বর আওয়ামীলীগের দলীয় মনোনয়ণ সভায় এ সিদ্ধান্ত হয় বলে নিশ্চিত করেছেন তিনি।
এর পর তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।
প্রসঙ্গত, উপজেলা আওয়ামীলীগের থেকে শাহিনা বেগমসহ উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সুখ দুখের কান্ডারী ইসমাইল হোসেন বাবুল তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক, বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল হামিদের সন্তান, মুক্তিযোদ্ধার সন্তান সাইফুল ইসলাম বিজয়, উপজেলা আওয়ামীলীগের দীর্ঘদিনের সাবেক সাধারন সম্পাদক নুরুজ্জামান, বকশীগঞ্জ কিয়ামত উল্লাহ কলেজের সাবেক ভিপি ও চাষী লীগের সভাপতি আনোয়ার হোসেন তালুকদার বাহাদুর, বকশীগঞ্জের সবচেয়ে আলোচিত ব্যক্তিত্ব, যাকে মানুষ সুখ দুখে কাছে পায় নজরুল ইসলাম সওদাগর, ময়মনসিংহ স্বেচ্ছা সেবক লীগের নেতা ও তরুন সমাজ সেবক মোফাখ্খার হোসেন খোকন দলীয় মনোনয়ন কিনেন।
অবশেষে সকল জল্পনা কল্পনা শেষে দলীয় মনোনয়ন শাহিনা।
তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৭ নভেম্বর, বাছাই ২৮ ও ২৯ নভেম্বর ও প্রত্যাহারের শেষ সময় ৭ ডিসেম্বর। ভোট অনুষ্ঠান ২৮ ডিসেম্বর।