বিশেষ প্রতিনিধিঃ
উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিত বকশীগঞ্জ এর সভাপতিসহ অন্যান্য পদের জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে ১৮ ডিসম্বর।
১৯/১১/২০১৭ইং তারিখ রোজ রবিবার বিকালে সমিতির কার্যালয়ে সুষ্ঠু নির্বাচনের জন্য গঠিত নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার জনাব মোঃ সহিজল হক সাহেব নির্বাচনী তফশিল ঘোষনা করেন।
সভাপতি পদের জন্য ১০০০০/- (দশ হাজার) টাকা, সাঃ সম্পাদক পদের জন্য ৮০০০/- (আট হাজার) টাকা ও অনান্য বাকী পদ সমুহের জন্য প্রতিটি ২০০০/- টাকা মনোনয়ন পত্রের মূল্য (অফেরৎ যোগ্য) নির্ধারন করা হয়েছে।
মনোনয়ন পত্র উল্লেখিত মূল্য নগদ প্রদান পূর্বক সমিতির কার্যালয়ে বিকাল ৫টা থেকে রাত্রী ৮টা পর্যন্ত সময়ের মধ্যে ক্রয় ও জমা দেওয়া যাবে।
নির্বাচনী তফশিল ঃ (১) মনোনয়ন পত্র সংগ্রহ ও জমাদান- ২৫/১১/২০১৭ থেকে ৩০/১১/২০১৭ ইং পর্যন্ত। (২) মনোনয়ন পত্র বাছাই- ০২/১২/২০১৭ইং। (৩) আপিল- ০৩/১২/২০১৭ইং থেকে ০৪/১২/২০১৭ইং পর্যন্ত। (৪) মনোনয়ন পত্র প্রত্যাহার – ০৫/১২/২০১৭ ইং পর্যন্ত। (৫) ভোট গ্রহন- ১৮/১২/২০১৭ ইং। ভোটের সময় সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত। বিরতিহীন ভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।