বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে শ্রমিকলীগের বাধায় নিলক্ষিয়া ইউনিয়ন বিএনপির কর্তৃক পরিচিতি সভা ও সদস্য সংগ্রহ অভিযান কর্মসুচী পন্ড হয়েছে।
শনিবার বিকাল ৩টায় বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের চৌরাস্তা মোড়ে এ কর্মসুচী হওয়া কথা ছিল। সেখানে প্রধান অতিথি হিসাবে পুলিশের সাবেক আইজিপি ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুল কাইয়ুম উপস্থিত থাকার কথা ছিল।
নিলক্ষিয়া ইউনিয়ন বিএনপি এ কর্মসুচী উপলক্ষে নিলক্ষিয়া ইউনিয়ন আওয়ামীলীগ, শ্রমিকলীগ ও ছাত্রলীগ একযোগে প্রতিবাদ জানায়।
বিএনপির এ কর্মসুচী পন্ড করতে গতকাল ১১ আগষ্ট নিলক্ষিয়া মোড়ে জাতীয় শোক দিবস উপলক্ষে প্রস্তুতি সভা নামে আরেকটি কর্মসুচীর ঘোষনা দেয় আওয়ামীলীগ। তাৎক্ষনিক একটি বিক্ষোভ মিছিল বের করে।রাতেই বিএনপির সভামঞ্চ ভাঙচুর করে নেতাকর্মীরা।
দুই দলের পাল্টা পাল্টি কর্মসুচীর কারণে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেনের মধ্যস্থতায় বিএনপির কর্মসুচী ১দিন পিছিয়ে দেয় বিএনপি। কিন্তু শ্রমিক লীগের সভা শুরুর আগেই আওয়ামীলীগের সভামঞ্চ ও তোড়নে ভাঙচুর চালায় বিক্ষুপ্ত নেতাকর্মীরা।
ফলে আগামীকাল ১৩ আগষ্টের কর্মসুচীও হুমকি মুখে পড়ে ।
এদিকে ১২ আগষ্ট আলোচনা সভায় শোকের মাস আগষ্টে নিলক্ষিয়া ইউনিয়নে বিএনপির কোন তৎপরতা চালাতে দিবে না বলে ঘোষনা দিয়েছে নিলক্ষিয়া ইউনিয়ন আওয়ামীলীগ।
এ বিষয়ে নিলক্ষিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মমতাজুর রহমান জানান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা অনুরোধে আমাদের কর্মসুচি ১দিন পিছিয়ে দেওয়া হয়েছিল। সে কারণে সেখানে মঞ্চ ও তোড়ন গুলো রাখা হয়েছিল কিন্তু আওয়ামীলীগের নেতারা এসব ভেঙ্গে মাটির সাথে গুড়িয়ে দিয়েছে।
দলীয়ভাবে আলাপ আলোচনা করে সিদ্ধান্তের পর পরবর্তী কর্মসুচী গ্রহন করা হবে বলেও তিনি জানান।
উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল কাইয়ুম জানান, আমাদের কর্মসুচিটি আগে থেকে দেওয়া ছিল কিন্তু হঠাৎ করেই শ্রমিকলীগ এই কর্মসুচী দেয়। শনিবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের কথাও জানান এই নেতা।