বকশীগঞ্জ প্রতিনিধি॥
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার কৃতী সন্তান, বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী, বিশ্বব্যাংকের বাংলাদেশের প্যানেল আইনজীবী, ঢাকা চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির পরিচালক ব্যারিস্টার সামীর সাত্তার আন্তর্জাতিকভাবে ‘হোজ হো লিগ্যাল অ্যাওয়ার্ড-২০১৭’ লাভ করেছেন। সম্প্রতি তিনি লন্ডনের একটি সংস্থা থেকে এই খেতাম লাভ করেন।
জানা যায়, বিশ্বের ১৮০ টি দেশের সুনামধন্য ও দক্ষ আইনজীবীদের মধ্য থেকে যোগ্যতা ও মেধার উপর ভিত্তি করে আন্তর্জাতিক সংস্থা ‘ল বিজনেস রিসার্চ লিমিটেড’ হোজ হো লিগ্যাল অ্যাওয়ার্ড- ২০১৭ প্রদান করেন। প্রতি বছরই তারা বিভিন্ন দেশের খ্যাতনামা ও মেধাবী আইনজীবীদের স্বীয় কাজের স্বীকৃতি স্বরূপ এই খেতাব দিয়ে থাকেন।
এই বছরও বাংলাদেশ থেকে তিনজনের নাম প্রস্তাব করেন এবং তাদের খেতাব প্রদান করেন। এ বছর দেশের প্রবীন আইনজীবী ব্যারিস্টার রফিক উল হক, বিশিষ্ট আইনজীবী ও রাজনীতিবিদ ড. কামাল হোসেন এবং ৩৬ বছর বয়সী তরুণ আইনজীবী ব্যারিস্টার সামীর সাত্তারকে খেতাব প্রদান করা হয়।
বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলার কৃতি সন্তান সাবেক বাণিজ্যমন্ত্রী এম এ সাত্তারের সুযোগ্যপুত্র ব্যারিস্টার সামীর সাত্তার এর আগেও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা থেকে অনেক খেতাব ও পুরস্কার লাভ করেছেন।