বিনোদন ডেস্ক ঃ বাংলাদেশে জনপ্রিয় সংগীতশিল্পী আঁখি আলমগীর। ছোটবেলায় শিশুশিল্পী হিসেবে ‘ভাত দে’ ছবিতে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। সেই ছবিতে গুণী অভিনেত্রী শাবানার সঙ্গে অভিনয় করেছিলেন তিনি। এ ছবির সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনায় ছিলেন আমজাদ হোসেন। ছবিতে আঁখি আলমগীরের বাবা জনপ্রিয় অভিনেতা আলমগীরও অভিনয় করেছিলেন। আলমগীর ও কণ্ঠশিল্পী রুনা লায়লার মোহাম্মদপুরের বাসায় গত বৃহস্পতিবার সন্ধ্যায় অতিথি হিসেবে আসেন চিত্রনায়িকা শাবানা। আর সেখানেই আঁখির সঙ্গে দেখা হয়ে যায় শাবানার। এ প্রসঙ্গে আঁখি আলমগীর বলেন, এটা আমার জন্য স্মরণীয় এক সন্ধ্যা ছিল। শাবানা আন্টিকে পাঁচ বছর কাছে পেলাম। ২০১২ সালে আমার ছোট বোন তুলতুলের বিয়েতে সবশেষ দেখা হয়েছিল। অনেক গল্প হয়েছে আমাদের। আসলে শাবানা আন্টির সঙ্গে আমাদের পারিবারিক সম্পর্ক। একসঙ্গে রাতে ডিনার করেছি আমরা। অনেক ভালো লেগেছে। উল্লেখ্য, এবার এক মাসের জন্য শাবানা দেশে এসেছেন। তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে থাকেন। প্রায় দেড় যুগ আগে অভিনয় ছেড়েছেন শাবানা। কিন্তু দর্শকরা এখনও তাকে ছাড়েননি। ভক্তদের হৃদয়ের মণিকোঠায় রয়েছেন সাতবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এ অভিনেত্রী। সদ্য ঘোষিত ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৫’-তে সংগীতশিল্পী ফেরদৌসী রহমানের সঙ্গে যৌথভাবে আজীবন সম্মাননা পাচ্ছেন শাবানা। ধারণা করা হচ্ছে, এবারের পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও হাজির থাকবেন তিনি।