বিশেষ প্রতিনিধিঃ জামালপুর সদরের মেষ্টা ইউনিয়ন পরিষদের অতিদরিদ্রদের মধ্যে ঈদের খাদ্য সহায়তার (ভিজিএফ) ৫১ বস্তা গম কালোবাজারে বিক্রির উদ্দেশে মজুদ করার অভিযোগে মেষ্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগনেতা জামিনুর ইসলাম তালুকদার ও হাজিপুর বাজারের হোমিও চিকিৎসক আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে বুধবার একটি মামলা দায়ের হয়েছে।
জামালপুর সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আলাল উদ্দিন বাদী হয়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫(১) ধারায় জামালপুর সদর থানায় মামলাটি দায়ের করেছেন। মামলা দায়েরের পর থেকে জামিনুর ইসলাম তালুকদার ও আব্দুর রাজ্জাক পলাতক রয়েছেন।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ড. মোহাম্মদ মফিজুর রহমানের নেতৃত্বে নারায়ণপুর তদন্ত কেন্দ্রের পুলিশ শনিবার মেষ্টা ইউনিয়নের হাজিপুর বাজারের হোমিও চিকিৎসক আব্দুর রাজ্জাকের বাদল হোমিও হলে অভিযান চালান। ওই ওষুধের দোকান থেকে খাদ্য অধিদপ্তরের চিহ্নযুক্ত ৫০ কেজি ওজনের ৫১ বস্তা গম জব্দ করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা নারায়ণপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মুহাম্মদ মহব্বত কবীর বৃহস্পতিবার সকালে জানান, ঘটনাটি তদন্তের পাশাপাশি এ মামলার দুই আসামিকে গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।