সা. বকশীগঞ্জ ডেস্ক ঃ অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে নিমন্ত্রিতদের অধিকাংশই পুরুষ। এরকমই অভিযোগ উঠেছিল অস্কারের বিরুদ্ধে। তখন অ্যাকাডেমি অ্যাওয়ার্ড অনুষ্ঠানের সদস্য সংখ্যা ছিল ৬৮৩। এই অভিযোগ ভাঙতে নিমন্ত্রিত সদস্যদের সংখ্যা বাড়িয়েছে অস্কার। বর্তমানে নিমন্ত্রিতদের মধ্যে রয়েছেন ভারতের অভিনেতারাও। বলিউড অভিনেতাদের মধ্যে রয়েছেন অমিতাভ বচ্চন, প্রিয়াংকা চোপড়া, দীপিকা পাডুকোন, ঐশ্বর্য রাই বচ্চন, ইরফান খান, আমির খান, সালমান খান। কিন্তু বাদ পড়েছেন বলিউডের বাদশা শাহরুখ খান। তিন খানের মধ্যে আমির-সালমান দু’জনেই রয়েছেন। কিন্তু কিং খান কেন বাদ, এই নিয়ে শাহরুখের ভক্তকূলে প্রশ্ন উঠেছে। ‘হলিউড রিপোর্টার’-এর একটি রিপোর্ট অনুযায়ী, অভিনেতারা ছাড়াও যে ভারতীয়রা একাডেমি অ্যাওয়ার্ডে নিমন্ত্রিত হয়েছেন, তারা হলেন পরিচালক মৃণাল সেন, বুদ্ধদেব দাশগুপ্ত, গৌতম ঘোষ, তথ্যচিত্র পরিচালক আনন্দ পটবর্ধন প্রমুখ। কিন্তু ভারতে যে অভিনেতাকে নিয়ে এত হইচই, যার ভক্তের সংখ্যা গুনে শেষ করা যায় না, যাকে চোখ বন্ধ করে নকল করে তার ভক্তরা, তাকে কী ভাবে ভুলে গেল অস্কার? ভারতের এবেলা পত্রিকার খবরে বলা হয়, ভক্তদের দাবি, যেখানে দীপিকা পাডুকোনও জায়গা করে নিয়েছেন, সেখানে শাহরুখেরও নিমন্ত্রিতদের মধ্যে থাকা উচিত ছিল।