জামালপুরঃ জামালপুরে ধারালো বটি-দা দিয়ে কুপিয়ে মাকে হত্যা করেছে পাষন্ড ডাক্তার ছেলে।
শনিবার বিকাল সাড়ে ৪ টায় শহরের মুকন্দবাড়ী এলাকায় নির্মম হত্যাকান্ডের ঘটনাটি ঘটে।
ঘটনাস্থল থেকে ঘাতক ছেলে ডা: ফয়সাল ইবনে সাঈদ পলাশকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।
নিহতের মেয়ের জামাই হারুনুর রশিদ জানান, ডা: পলাশ আজ দুপুরে মাদকের জন্য মা ফাতেমা জামান (৭০) কে চাপ প্রয়োগ করে। কথাকাটাকাটির এক পর্যায়ে পলাশ ধারালো বটি-দা উপর্যপোরি কুপিয়ে হত্যা করে।
খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে ডা: পলাশকে গ্রেফতার করেছে।
জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ নাছিমুল ইসলাম এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।